আরও তথ্য অনুসন্ধান করুন

তামাক শিল্পের সহযোগীদের ফ্যাক্ট শিট

কীভাবে তামাক শিল্পের সহযোগীদের চিহ্নিত করবেন জানুন—তামাক শিল্পের সঙ্গে এই সহযোগীদের সম্পর্ক নেই বলে মনে হলেও বাস্তবে তারা এই শিল্পেরই একটি অংশ।

BN: Tobacco Industry Allies Fact Sheet

তামাক শিল্প তার সহযোগীদের নিয়ে তৈরি দুষ্ট চক্রকে এই শিল্পের ব্যবসায়িক স্বার্থ প্রচারে এবং তার কর্মসূচিকে এগিয়ে নিয়ে যেতে ব্যবহার করে—এইভাবে এই চক্র সারা বিশ্বে তামাক-মহামারীকে টিকে থাকতে সাহায্য করছে। আপাত দৃষ্টিতে তামাক শিল্পের এই সহযোগীদের সঙ্গে এই শিল্পের কোনও সম্পর্ক নেই বলে মনে হয়, কিন্তু বাস্তবে এদের সঙ্গে তামাক সংস্থাগুলোর গোপন আর্থিক সম্পর্ক বা অন্য কোনও গভীর বোঝাপড়া থাকে।

STOP এই সহযোগীদের উপর আলোকপাত করে তাদের সঙ্গে তামাক শিল্পের গোপন আঁতাঁত ফাঁস করতে সচেষ্ট। কীভাবে তাদের চিহ্নিত করবেন তা জানতে ফ্যাক্ট শিট ডাউনলোড করুন।