![](https://exposetobacco.org/wp-content/uploads/2023/06/stop-languages-intro-blue-jpeg.webp)
এসটিওপি (STOP) হলো তামাক শিল্পের বৈশ্বিক নজরদারি সংস্থা৷
আমাদের লক্ষ্য হল তামাক কোম্পানির যেসব কর্মকাণ্ড জনস্বাস্থ্যের ক্ষতি করে, সেগুলো উন্মোচন ও প্রতিহত করা। নিবিড় পর্যবেক্ষণ, গবেষণা এবং প্রতিবেদনের মাধ্যমে, এসটিওপি (STOP) তামাক কোম্পানিগুলোকে জবাবদিহি করে এবং বিশ্বব্যাপী নীতিতে কোম্পানিগুলোর হস্তক্ষেপ মোকাবেলার প্রচেষ্টাকে সহায়তা প্রদান করে।
তামাক কোম্পানি প্রত্যেককে ক্ষতিগ্রস্ত করে
তামাক কোম্পানি সর্বত্রই জনস্বাস্থ্যকে সক্রিয়ভাবে হুমকির মুখে ফেলছে। STOP মুলত সরকার এবং জনগণের জানা প্রয়োজন তামাক কোম্পানির এমন কাজের প্রধাণ ধরন, বিষয়াবলি এবং কৌশলগুলির ওপর আলোকপাত করে এবং কোম্পানিকে প্রতিহত করার বিভিন্ন পথ বাতলে দেয়।
![পরিবেশ](https://exposetobacco.org/wp-content/uploads/2023/03/stop-issue-sustainability-1.png)
পরিবেশ
তামাক উৎপাদনের প্রতিটি পর্যায় পৃথিবীর ক্ষতি করে এবং প্রাকৃতিক সম্পদের অবক্ষয় ঘটায়, কিন্তু তামাক কোম্পানি নিজেদের পরিবেশবান্ধব হিসেবে উপস্থাপনে চেষ্টা চালায়।
![অসাম্য](https://exposetobacco.org/wp-content/uploads/2023/07/STOP-Issue-Icon-Inequity.png)
অসাম্য
তামাক কোম্পানি সেসব গোষ্ঠীকে উদ্দিষ্ট করে যারা পক্ষপাত ও বৈষম্যজনিত কারণে ইতোমধ্যে স্বাস্থ্য ও সুস্বাস্থ্যজনিত প্রতিবন্ধকতার সম্মুখীন।
![পরবর্তী প্রজন্মের আসক্তি](https://exposetobacco.org/wp-content/uploads/2023/03/stop-issue-next-gen-1.png)
পরবর্তী প্রজন্মের আসক্তি
যেসব ভোক্তা তাদের পণ্য সেবনের কারনে মৃত্যুবরণ করেছেন, তাদের পরিবর্তে নতুন ভোক্তা তৈরি করতে হয় কোম্পানিগুলোর-যার জন্য তরুণদের উদ্দেশ্যে প্রায়ই চটকদার নতুন পণ্য ও বিপণন পরিচালিত হয়।
![তামাকশিল্পের বাজার-কৌশল](https://exposetobacco.org/wp-content/uploads/2023/07/STOP-Issue-Icon-Industry-Marketing.png)
তামাকশিল্পের বাজার-কৌশল
তামাক শিল্পের বাজার-কৌশল পূর্বনির্ধারিত, পছন্দমাফিক এবং ক্ষতিকারক।
![স্বাস্থ্য নীতিকে বাধাগ্রস্থ করা](https://exposetobacco.org/wp-content/uploads/2023/03/stop-sabotaging-health-policy-1.png)
স্বাস্থ্য নীতিকে বাধাগ্রস্থ করা
তামাক কোম্পানিগুলো সারা বিশ্বে জীবন রক্ষাকারী স্বাস্থ্য নীতিগুলিকে বিপর্যস্ত করার প্রচেষ্টায় বিরামহীন ও নির্দয়।
![ক্যাম্পেইন](https://exposetobacco.org/wp-content/uploads/2023/04/stop-languages-campaigns-yellow.jpeg)
ক্যাম্পেইন
এসটিওপি (STOP) তামাক কোম্পানির মিথ্যাচার এবং জনস্বাস্থ্য নীতি ক্ষতিগ্রস্ত করার প্রচেষ্টা ফাঁস করে৷ কোম্পানির এসব অপচেষ্টা প্রতিহত করতে আমাদের সহায়তা করুন।
গ্লোবাল টোব্যাকো ইন্ডাস্ট্রি ইন্টারফেরেন্স ইনডেক্স
বড় তামাক কোম্পানিগুলো যে কোন মূল্যে এমনকি জীবন রক্ষাকারী নীতি রুখে দিয়ে হলেও তাদের মুনাফা সুরক্ষিত রাখে। সূচকে কোন দেশগুলো জনস্বাস্থ্য রক্ষায় কাজ করছে তা উঠে এসেছে।
![গ্লোবাল টোব্যাকো ইন্ডাস্ট্রি ইন্টারফেরেন্স ইনডেক্স](https://exposetobacco.org/wp-content/uploads/GTIHero2023.jpg)
আমাদের পৃথিবী তামাকের আগুনে পুড়ে যাচ্ছে
আমাদের পদক্ষেপ নেয়া দরকার।
![আমাদের পৃথিবী তামাকের আগুনে পুড়ে যাচ্ছে](https://exposetobacco.org/wp-content/uploads/2023/06/EarthPollutionSq.jpg)
ঝুঁকিপূর্ণ জীবন
বৃহৎ তামাক কোম্পানিকে চ্যা্লেঞ্জের মুখে ফেলার সত্য ঘটনা।
![Akinbode Oluwafemi, executive director of Corporate Accountability and Public Participation Africa](https://exposetobacco.org/wp-content/uploads/Akinbode-Oluwafemi.jpg)
আধুনিক আসক্তি: পরবর্তী প্রজন্মের ফাঁদ
তামাক শিল্প তার ভবিষ্যত ব্যবসার অর্থায়নের জন্য তরুণদের উপর নির্ভরশীল।
![আধুনিক আসক্তি: পরবর্তী প্রজন্মের ফাঁদ](https://exposetobacco.org/wp-content/uploads/2023/05/Next-Gen-Cotton-Candy-IG-jpg.webp)
আপনাকে একভাবে না হয় অন্যভাবে ফাঁদে ফেলছে
তামাক ইন্ডাস্ট্রির সত্যি আসলেই বেদনাদায়ক।
![A hand holding a vape tank in inverted colors showing the truth about tobacco is nefarious](https://exposetobacco.org/wp-content/uploads/2023/04/Inverted-Vape-Horizontal.gif)
তথ্য ও গবেষণা
তামাক শিল্পের কর্ম কৌশলগুলির সর্বশেষ বিশ্লেষণ, প্রতিবেদন এবং তথ্য সম্বলিত গবেষণা ও নথিপত্র।
সংবাদ
তামাক শিল্পের অপকৌশল মোকাবেলায় STOP এর কার্যক্রম সম্পর্কে আরও জানুন।
![](https://exposetobacco.org/wp-content/uploads/2023/06/stop-languages-connect-navy-wide-jpeg.webp)