তামাকের বর্জ্য বিষয়ে আলোচনা: তামাক শিল্পের “সবুজ” প্রচারণার নেপথ্যের কাহিনী
তামাক কোম্পানি নিজেদের স্থায়িত্বশীল বলে দাবি করে, কিন্তু সিগারেট উৎপাদনের প্রতিটি ধাপে পরিবেশের ক্ষতি হয়। আরও জানুন।
সিগারেট উৎপাদনের প্রতিটি ধাপে পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব ফেলছে তা সত্ত্বেও প্রধান তামাক কোম্পানিগুলো স্থায়িত্বশীলতার প্রতি তাদের প্রতিশ্রুতির জন্য প্রশংসিত হয়েছে। তাহলে কোম্পানীগুলো কিভাবে পরিবেশবান্ধব হিসেবে নিজেদের ভাবমূর্তি তুলে ধরবে?
STOP, ডব্লিউএইচও এবং এফসিটিসি সেক্রেটারিয়েটের সাথে যৌথভাবে গ্রিনওয়াশিং এর নেপথ্যের উদ্দেশ্য প্রকাশ করে যে বিভ্রান্তিমূলক কৌশল এর আড়ালে কোম্পানি নিজেদের পরিবেশের প্রতি দায়িত্বশীলরুপে উপস্থাপন করে। স্বারসংক্ষেপ পড়ুন আরও জানতে।