আরও ক্যাম্পেইন অনুসন্ধান করুন

আমাদের পৃথিবী তামাকের আগুনে পুড়ে যাচ্ছে

আমাদের পদক্ষেপ নেয়া দরকার

BN: Burned By Tobacco

তামাকের স্বাস্থ্যক্ষতি সম্পর্কে সবাই জানে৷ কিন্তু তামাক কোম্পানিগুলো মানুষকে কেবলমাত্র তামাকে আসক্ত রাখার প্রক্রিয়ায় আরেকটি মারাত্মক ঝুঁকিকে হালকাভাবে দেখানোর চেষ্টা করছে—যা হল এর পরিবেশের ওপর চালানো ধ্বংসযজ্ঞ।

তামাক কোম্পানি হচ্ছে পৃথিবীর শীর্ষস্থানীয় পরিবেশ দূষণকারী। পৃথিবীতে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পণ্যের মধ্যে সিগারেটের ব্যবহার সর্বাধিক।

লক্ষ লক্ষ সিগারেটের অবশিষ্টাংশ জলপথে নিক্ষিপ্ত হয়ে পানি দূষিত করে এবং সামুদ্রিক প্রাণীর ক্ষতির কারণ হয়।

এখন, তামাক কোম্পানির ইলেক্ট্রনিক পণ্যগুলি এ সমস্যাকে আরো প্রকট করে তুলছে। এসব পণ্যের ধাতু, প্লাস্টিক ও ব্যাটারি বিশ্বের বর্জ্য/আবর্জনা বাড়িয়ে তুলছে।

তামাক কোম্পানিগুলো দায়িত্বজ্ঞানহীন আচরণের কথা বলে দায় চাপাতে চায় ভোক্তার ওপর। কিন্তু বিষাক্ত পণ্য সৃষ্টির মাধ্যমে এ সমস্যার শুরু। বনভূমি উজাড়, ভূমির উর্বরতা নষ্ট, বিষাক্ত রাসায়নিক, কার্বন নিঃসরণ, পানি দূষণ—তামাকের বিষাক্ত জীবনচক্রের প্রতিটি পর্যায় ক্ষতির কারণ হয়ে উঠছে।

এ বিষয়ে আমরা কিছু করতে পারি৷ তামাক কোম্পানিগুলো দ্বারা সৃষ্ট ক্ষতির জন্য এদের জবাবদিহিতার আওতায় এনে ক্ষতিপূরণ প্রদানে বাধ্য করতে পদক্ষেপ নিতে পারি আমরা। তামাক শিল্পের বিষাক্ত থাবা হতে পরিবেশ রক্ষার লড়াইয়ে বিশ্বব্যাপী তামাক শিল্পের উপর একটি নজরদারি সংস্থা হিসেবে আমাদের সাথে যোগ দিন।

পরিবেশ ও টেকসই উন্নয়নের উপর তামাক শিল্পের প্রভাব সহ এ বিষয়ে সাম্প্রতিক খবরের জন্য STOP-এর ইংরেজি নিউজলেটার পাওয়ার জন্য সাইন-আপ করুন।


STOP-এর নিউজলেটার