আরও তথ্য অনুসন্ধান করুন
জঘন্য অভিসন্ধি: তামাক শিল্প কিভাবে পরিবেশকে ধ্বংস করছে এবং তা আড়াল করছে
দূষণ থেকে শুরু করে পানির ব্যবহারের মাধ্যমে জলাশয়ের দূষণ, নানাভাবে তামাক পরিবেশকে ধ্বংস করছে। তামাক কোম্পানি কিভাবে আমাদের পৃথিবীকে বিষাক্ত করে তুলছে তা জানুন।
দূষণ, পানির ব্যবহারের মাধ্যমে জলাশয়ের দূষণ, এমন নানা উপায়ে তামাক আমাদের প্রাকৃতিক সম্পদকে ব্যবহার করে পরিবেশকে ধ্বংস করে। ইতিমধ্যে, তামাক কোম্পানি তার ভাবমূর্তিকে “গ্রীন ওয়াশিং” পরিবেশবান্ধব করার জন্য কঠোর পরিশ্রম করছে যাতে ভোক্তা এবং সরকার তাদের স্থায়িত্বশীল সহযোগী হিসেবে গণ্য করে।
তামাক কীভাবে আমাদের পৃথিবীকে বিষাক্ত করছে সে সম্পর্কে আরও জানতে তথ্যচিত্র ডাউনলোড করুন।