আরও ক্যাম্পেইন অনুসন্ধান করুন

আপনাকে একভাবে না হয় অন্যভাবে ফাঁদে ফেলছে

তামাক ইন্ডাস্ট্রির সত্যি আসলেই বেদনাদায়ক

A hand holding a vape tank in inverted colors showing the truth about tobacco is nefarious

তামাক ইন্ডাস্ট্রি জেনেশুনে এমন প্রোডাক্ট মার্কেটিং করে এবং বিক্রি করে যা স্বাস্থ্যের জন্য মারাত্মক হতে পারে। ভুল তথ্য এবং প্রতারণার দ্বারা তারা কয়েক প্রজন্মের মানুষকে ফাঁদে ফেলে রেখেছে, যাদের বেশিরভাগই তামাক ছেড়ে দেওয়ার চেষ্টা করেছে কিন্তু ব্যর্থ হয়েছে।

তারা সময়ে সময়ে “স্মোক-ফ্রি” এবং “টার-ফ্রি” এর মতো দাবি করে থাকে, কিন্তু সেগুলিকে সমর্থন করার মতো তাদের কাছে কোনো মজবুত বৈজ্ঞানিক প্রমাণ নেই। এবং কোনো নির্ণায়ক, স্বতন্ত্র প্রমাণ ছাড়াই তারা দাবি করে যে ইলেকট্রনিক প্রোডাক্টগুলি নিরাপদ।

তারা প্রায়শই তাদের গবেষণায় নিজেরাই অর্থ বিনিয়োগ করে থাকে, সুতরাং সেগুলির উপর আপনি বিশ্বাস করতে পারবেন না কারণ তাদের অন্তিম লক্ষ্যই হচ্ছে অর্থ উপার্জন করা, জীবন বাঁচানো নয়। মূল কথা হচ্ছে লাভের জন্য তারা মানুষের ক্ষতি করে—বিশেষ করে সবচেয়ে বেশি আসক্তির ঝুঁকিতে থাকা যুবক-যুবতীদের।

বছরের পর বছর ধরে তামাক ইন্ডাস্ট্রি জেনেশুনে মিথ্যা কথা ছড়াচ্ছে যার ফলে অনেক মানুষের মৃত্যু ও রোগ হচ্ছে। এখন সময় এসে গেছে তামাক ইন্ডাস্ট্রির সত্য ফাঁস করার।


আপনি জানেন কি শিল্পের দ্বারা সৃষ্ট ক্ষতিগুলি আমাদের পরিবেশেও ছড়িয়ে পড়েআরও জানুন এবং শিল্পকে দায়বদ্ধ রাখতে সহযোগিতা করুন।