আরও তথ্য অনুসন্ধান করুন

আধুনিক আসক্তির বিভিন্ন রূপ

ভ্যাপারদের প্রচারণামুলক ক্যাম্পেইন। একটি অলাভজনক অ্যাডভোকেসি জোট। একটি "স্বাস্থ্য বিষয়ক ক্যাম্পেইন।” এগুলো শিল্পর কার্যক্রম আড়াল করার কিছু কৌশল।

BN: The Many Faces of Modern Addiction

তামাক কোম্পানি ভোক্তাদের কাছে পৌঁছানোর জন্য বিভিন্ন উপায় ব্যবহার করে, যার মধ্যে কিছু উপায়ে উদ্দেশ্যমূলকভাবে কোম্পানির সাথে সুস্পষ্ট সম্পর্ক আড়াল করা হয়। কিছু ভুয়া প্রতিষ্ঠান ই-সিগারেট নিয়ন্ত্রণের বিরুদ্ধে লবিং করে, জনস্বাস্থ্য বিষয়ক কার্যক্রম এর মুখোশ ধরে প্রচারণামূলক ক্যাম্পেইন পরিচালনা করে এবং বহুল জনপ্রিয় খেলার আয়োজনে পৃষ্ঠপোষকতার সুযোগে লক্ষ লক্ষ সমর্থকদের সামনে তামাকজাত পণ্যের বিজ্ঞাপন দেয়৷

তামাক কোম্পানি যে কৌশলে নিজেদের সরল মুখোশের আড়ালে রেখে নতুন নতুন ভোক্তাদের এই মৃত্যুপণ্য ব্যবহারে আসক্ত করার লক্ষ্যে কাজ করে সে বিষয়ে জানুন।