আরও তথ্য অনুসন্ধান করুন

উত্তপ্ত তামাক বস্তু কী তা বোঝাঃ চলমান ইস্যু ও সাম্প্রতিক গবেষণালব্ধ ফলাফল বিশ্লেষণ

উত্তপ্ত তামাক বস্তুগুলো সিগারেটের নিরাপদ বিকল্প হিসেবে প্রচার করা হয়। আপনার কি বৃহৎ তামাক কোম্পানিগুলোর দাবি বিশ্বাস করা উচিত?

Heated tobacco products are not proven to be a safer alternative to cigarettes

তামাক কোম্পানিগুলো উষ্ণ তামাকজাত পণ্য (এইচটিপি)-কে সিগারেটের তুলনায় “হ্রাসকৃত ঝুঁকির” পণ্য হিসেবে বাজারজাত করে। আইকিউওএস এবং গ্লো-এর মতো পণ্যগুলোকে এমনভাবে উপস্থাপন করা হয় যেন এগুলো প্রাপ্তবয়স্ক ধূমপায়ীদের মধ্যে যারা একটি নিরাপদ বিকল্প খুঁজছেন অথবা ধূমপান সম্পূর্ণভাবে ছাড়তে চান তাদের উদ্দেশ্যে তৈরি।কিন্তু প্রাপ্ত প্রমাণ ভিন্ন বাস্তবতা প্রকাশ করে।

স্বাধীন গবেষণা থেকে দেখা যায় কার্বন মনোক্সাইড ও ক্যান্সার সৃষ্টিকারী উপাদান- উভয়টিই সিগারেটের ধোঁয়া ও এইচটিপি নির্গমনে পাওয়া যায়। তাছাড়াও,এইচটিপি ব্যবহারকারীদের মধ্যে ফুসফুসের ক্যান্সারের ঝুঁকি নিরূপণে যথাযথ কোন রোগীভিত্তিক পরীক্ষণ নেই।

উত্তপ্ত তামাক পণ্য এবং কীভাবে বৃহৎ তামাক কোম্পানির দাবিগুলো মোকাবেলা করতে হবে সে ব্যাপারে সত্যটি জানুন