ঝুঁকিপূর্ণ জীবন
বৃহৎ তামাক কোম্পানিকে চ্যা্লেঞ্জের মুখে ফেলার সত্য ঘটনা
হুমকি।ঘুষ।মিথ্যাচার। প্রত্যক্ষ সহিংসতা। তামাক নিয়ন্ত্রণে কর্মীরা এর সবকিছুই প্রত্যক্ষ করেছেন। তারপরও তারা তামাক কোম্পানির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস রাখেন যারা শিশু এবং অন্যান্যদের আসক্তকারী, প্রাণঘাতী পণ্যের লক্ষ্যবস্তু বানায়।
স্টপ এর নতুন সিরিজ “লাইভস এট স্টেকঃ ট্রু স্টোরিজ অফ পিপল চ্যালেঞ্জিং বিগ টোব্যাকো” [ঝুঁকিপূর্ণ জীবন: বৃহৎ তামাক কোম্পানিকে চ্যালেঞ্জ করা মানুষের সত্যিকারের গল্প] এ শুনুন বৃহৎ তামাক কোম্পানির বিরুদ্ধে যারা সম্মুখ সারিতে রয়েছেন তাদের কথা।
নতুন ভিডিওটিতে সালুদ জুস্টার নির্বাহী পরিচালক এরিক অ্যান্টোনিও ওচোয়া বর্ণনা করেছেন জনমত কীভাবে জীবন রক্ষাকারী তামাক নিয়ন্ত্রণ আইন প্রণয়ন ও আরোপে রাজনীতিবিদদের ওপর চাপ সৃষ্টি করতে পারে।
এ ভিডিও সিরিজটি গ্লোবাল টোব্যাকো ইন্ডাস্ট্রি ইন্টারফেরেন্স ইনডেক্সের সম্প্রসারিত অংশ, তামাক কোম্পানির হস্তক্ষেপ রোধে নীতিনির্ধারকদের জন্য দিকনির্দেশনার একটি উপকরণ রূপে কাজ করে। তামাক কোম্পানিগুলো কীভাবে বিশ্বজুড়ে তামাক নিয়ন্ত্রণ নীতিসমূহকে দুর্বল ও বাঁধাগ্রস্ত করে তার অধিকতর তথ্য জানতে সূচক সম্পর্কে বিশদভাবে জানুন।