আরও তথ্য অনুসন্ধান করুন

একক শলাকার তথ্যচিত্র

সিগারেটের প্যাকেটের পরিবর্তে একক শলাকার বিক্রি তাদের কাছে ধূমপানকে সাশ্রয়ী করে তোলে যারা তামাকজনিত রোগে বেশি প্রভাবিত হয়।

Single stick cigarettes make tobacco more affordable to people most impacted by tobacco-related disease

সিগারেটের প্যাকেটের পরিবর্তে একক শলাকার বিক্রি স্বল্প আয়ের মানুষের কাছে ধূমপান আরও সাশ্রয়ী করে তোলে, যারা তামাকজনিত রোগব্যাধিতে বেশি প্রভাবিত হয়। এছাড়া, একক শলাকার বিক্রি সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী এবং তামাকের উপর কর বৃদ্ধির মত কার্যকর তামাক নিয়ন্ত্রণ ব্যবস্থাকে ফাঁকি দেয়। সিগারেটের একক শলাকা বিক্রি এবং সরকার কিভাবে এ সমস্যা সমাধান করতে করতে পারে সে সম্পর্কে আরও জানুন।