আরও তথ্য অনুসন্ধান করুন
তামাক কর ন্যায্যতা বাড়ায়: বিশ্বব্যাপী প্রমাণিত
তামাকের ব্যবহার বিদ্যমান বৈষম্যকে আরও প্রকট করে, কিন্তু এর একটি সহজ সমাধান আছে। এটা প্রমাণিত যে তামাক কর ব্যবহার কমায় এবং ন্যায্যতার ব্যবধান কমিয়ে আনে।
তামাক কোম্পানি তাদের পণ্য নিম্ন আয়ের মানুষের কাছে সাশ্রয়ী রাখার ব্যাপারে উন্মুখ, যারা ইতোমধ্যে স্বাস্থ্য ও আর্থিক বৈষম্যের মুখোমুখি । বিশ্বজুড়ে পরিচালিত গবেষণা থেকে জানা যায় যে তামাকের ব্যবহার এসব বৈষম্য আরও বাড়ায়: তথ্যপ্রমাণ থেকে জানা যায়, তামাক-এবং তামাক সংশ্লিষ্ট রোগের চিকিৎসার পেছনে যে ব্যয়- তা বিদ্যমান আয় বৈষম্য এবং আর্থিক অনটনকে আরও প্রকট করে তোলে।
তামাক পণ্যের কর বাড়ানো তামাকের ব্যবহার কমানোর ক্ষেত্রে প্রমাণিত এক কার্যকর পদ্ধতি, বিশেষ করে তরুণ-তরুণীসহ মূল্য সচেতন স্বল্প আয়ের ভোক্তাদের মাঝে। তামাক কর কিভাবে ন্যায্যতা স্থাপনে সহায়ক সে সম্পর্কে আরও জানুন।