তামাক কোম্পানি কি?
তামাক কোম্পানি শুধু সিগারেট উৎপাদন করে না। এই অতিকায় কোম্পানি ও তাদের নোংরা রহস্য জানুন, যা তারা লুকিয়ে রাখার চেষ্টা করে।
এটি একটি সহজ প্রশ্ন, কিন্তু উত্তরে আপনি যা ভাবতে পারেন এটি তার চেয়ে বেশি কিছু। তামাক শিল্প শুধুমাত্র প্রধান তামাক কোম্পানিগুলির সমষ্টি নয় এবং এটি কেবল সিগারেটই উৎপাদন করে না। এবং, লক্ষ্যণীয় যে, শুধু পণ্য বিক্রি করা কোম্পানির একমাত্র ব্যবসায়িক লক্ষ্য নয়।
তামাক কোম্পানি কি এবং তারা কি করে- সাথে সেসব বিষয়ও যেগুলোর প্রতি তারা চায় জনগণ মনযোগ না দিক, এমন সব কিছুর ব্যাপারে তথ্য জানতে দেখুন নিবিষ্টচিত্তে।
তামাক কোম্পানি আসলে কত বড়?
বিশ্বের সর্ববৃহৎ আন্তঃদেশীয় তামাক কোম্পানি হিসেবে পরিচিত বৃহৎ ৪ কোম্পানি , এবং এর মধ্যে ফিলিপ মরিস ইন্টারন্যাশনাল (পিএমআই), ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি), জাপান টোব্যাকো ইন্টারন্যাশনাল (জেটিআই) এবং ইম্পেরিয়াল ব্রান্ডস। তবে চায়না ন্যাশনাল টোব্যাকো কর্পোরেশন হল বিশ্বের বৃহত্তম সিগারেট উৎপাদক, যা একটি রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান এবং মূলত নিজস্ব অভ্যন্তরীণ বাজারে পণ্য পরিবেশন করে। একত্রে, এই কোম্পানিগুলো প্রতি বছর বিশ্বজুড়ে বহু ট্রিলিয়ন সিগারেট বিক্রি করে, তামাকের মহামারী অব্যাহত থাকা নিশ্চিত করে এবং জনস্বাস্থ্যের বিপরীতে তাদের ভবিষ্যত মুনাফা সুরক্ষিত করে।
তামাক শিল্প প্রায় সব দেশেই বিদ্যমান। নির্দিষ্ট দেশ বা অঞ্চলে কাজ করা ছোট তামাক কোম্পানিগুলি ছাড়াও, বৃহৎ ৪ কোম্পানি সারা বিশ্বে স্থানীয় সহায়ক প্রতিষ্ঠানগুলি চালায়। উদাহরণস্বরূপ, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো সাউথ আফ্রিকা হল বিএটি-এর একটি স্থানীয় সহায়ক প্রতিষ্ঠান, যার সদর দপ্তর যুক্তরাজ্যে।
যদিও এই প্রধান তামাক কোম্পানিগুলি শিল্পের সবচেয়ে দৃশ্যমান খেলোয়াড়, অন্যান্য ব্যক্তি এবং কোম্পানিগুলিও তামাক চাষী এবং প্রস্তুতকারী, লজিস্টিক কোম্পানি এবং আরও অনেক কিছু সহ এ শিল্পের ব্যবসায় অবদান রাখে। তামাক শিল্পের সরবরাহ শৃঙ্খল এর ওপর গভীরভাবে দৃষ্টিপাত করলে তামাক কোম্পানিগুলোর জটিল ও বিস্তৃত জাল উন্মোচিত হয়, যারা সারা বিশ্বে তামাক উৎপাদন ও বিক্রিতে ভূমিকা পালন করে।
তারপর রয়েছে তামাক কোম্পানির মিত্ররা। এই কোম্পানিগুলি এবং প্রতিষ্ঠানগুলি তামাকজাত দ্রব্য তৈরি বা বিক্রি করে না, তবে এরা কোম্পানির ব্যবসাকে আরও এগিয়ে নিতে একসাথে কাজ করে। কিছু সহযোগী খোলাখুলিভাবে শিল্পের স্বার্থের প্রচার করে, যেমন তামাক বাণিজ্য গোষ্ঠী, অন্যরা আরও বিচক্ষণতার সাথে কোম্পানির এজেন্ডাকে এগিয়ে নিতে সাহায্য করে। কিছু প্রতিষ্ঠানের নাম শুনে মনে হয় যে তারা কোম্পানির বিরুদ্ধে কাজ করছে, যেমন ফাউন্ডেশন ফর এ স্মোক-ফ্রি ওয়ার্ল্ড বা টোব্যাকো-গ্রোয়িং ফাউন্ডেশনশিশুশ্রম নির্মূল করা। গভীরভাবে অনুধাবন করলে সহজেই প্রতীয়মান হয় যে, এই গ্রুপগুলোর উভয়ই যথাক্রমে আংশিক ও সম্পূর্ণভাবে অর্থায়িত এবং প্রায়শই কোম্পানির কর্মসূচি ও আখ্যান প্রচারে শরীক হয়। মিত্রদের বার্তাগুলি যেভাবে প্রচার হয় তা গভীরভাবে অনুধাবন করতে না পারলে সহজেই এই গোষ্ঠীগুলোকে স্বাধীন ভেবে ভুল হয় এবং কোম্পানির সাথে তাদের যোগাযোগের বিষয়টি আড়ালে চলে যায়।
তামাক কোম্পানি কোন কোন পণ্য বিক্রি করে?
তামাক কোম্পানি সিগারেট বিক্রির জন্য সর্বাধিক পরিচিত। যদিও বিশ্বের অনেক জায়গায় তামাকের ব্যবহার কমে যাচ্ছে তবুও তামাক কোম্পানিগুলি প্রায় ৫.২ লক্ষ কোটি সিগারেট বিক্রি করেছে ২০২০ সালে। কিছু বড় তামাক কোম্পানি দাবি করে যে তারা সিগারেট থেকে অন্যদিকে যেতে চায়, কিন্তু তাদের শেয়ারহোল্ডার মিটিং এবং অন্যান্য ব্যবসায়িক কার্যকলাপের বিশ্লেষণ থেকে বোঝা যায় যে সিগারেট এখনও তাদের মূল উপাদান এবং নীতিগত হস্তক্ষেপ না করা হলে তা তেমনি থাকবে।
এই শিল্প অন্যান্য আসক্তিযুক্ত তামাকজাত পণ্য থেকেও অর্থ উপার্জন করে। বিড়ি হল ছোট হাতে পাকানো সিগারেট যা অন্যান্য সিগারেটের তুলনায় বেশি নিকোটিন, টার এবং কার্বন মনোক্সাইড নির্গমন করে। এগুলি মূলত ভারতে এমন শ্রমিক কর্মচারী দ্বারা উৎপাদিত হয় যার মধ্যে ২৫% পর্যন্ত শিশু। স্নাস হল আরেকটি আসক্তি সৃষ্টিকারী তামাকজাত দ্রব্য, যা খোলা তামাক হিসাবে অথবা ছোট থলিতে বিক্রি হয় যা মাড়ি এবং উপরের ঠোঁটের মধ্যে রাখা হয়। স্নাস ব্যবহার অগ্ন্যাশয় ক্যান্সারের উচ্চ ঝুঁকির সাথে সম্পর্কযুক্ত।
এই কোম্পানিগুলো প্রতি বছর বিশ্বজুড়ে বহু ট্রিলিয়ন সিগারেট বিক্রি করে, তামাকের মহামারী অব্যাহত থাকা নিশ্চিত করে এবং জনস্বাস্থ্যের বিপরীতে তাদের ভবিষ্যত মুনাফা সুরক্ষিত করে।
উত্তপ্ত তামাক পণ্য (এইচটিপি) হল এ কোম্পানির নতুন তামাকজাত পণ্য। এগুলি বৈদ্যুতিক সরঞ্জাম যা তামাককে পোড়ানোর বদলে উত্তপ্ত করে। চার বৃহৎ কোম্পানির প্রতিটি একটি এইচটিপি বিক্রি করে, কিন্তু পিএমআই-এর পণ্য, আইকিউওএস এর হিস্যা সর্বোচ্চ। এইচটিপি-গুলিকে তথাকথিত “কম-ঝুঁকিপূর্ণ পণ্য,” হিসাবে বাজারজাত করা হয়, যদিও এই আসক্তিযুক্ত তামাকজাত দ্রব্যগুলির দীর্ঘমেয়াদী স্বাস্থ্য প্রভাব এখনও অজানা।
তামাক কোম্পানি তামাক নেই এমন আসক্তি সৃষ্টিকারী নিকোটিন পণ্যও বিক্রি করে যার মধ্যে আছে বিএটির ভিউস এর মতন ই-সিগারেট এবং নিকোটিন বটুয়া। সাম্প্রতিক গবেষণায় বেরিয়ে এসেছে যে, কোম্পানি এই নতুনতর নিকোটিন এবং তামাক জাত দ্রব্যকে উচ্চ প্রযুক্তি এবং পরিশীলিত জীবন্ধারার পণ্য হিসেবে চিত্রিত করে তরুণদের আসক্ত করার প্রচেষ্টায় রত।
কোম্পানিগুলো আর কিসের সাথে জড়িত?
তামাক কোম্পানি শুধু তামাকজাত দ্রব্য তৈরি, বিপণন ও বিক্রির ব্যবসার মধ্যে সীমাবদ্ধ নয়। বিভ্রান্তিকর বিজ্ঞান প্রচার ও পৃষ্ঠপোষকতা, লবিং এবং তথাকথিত সামাজিক দায়বদ্ধতা কর্মকাণ্ড সম্পাদনে এটি উল্লেখযোগ্য পরিমাণ সময় ও অর্থ ব্যয় করে থাকে। এই সমস্ত কৌশল এবং আরও অনেক কিছু হল জনস্বাস্থ্যের উপর নিজস্ব বাণিজ্যিক স্বার্থের পক্ষে নীতিগুলিকে প্রভাবিত করার জন্য কোম্পানির বৃহত্তর কৌশলের অংশ।
এই শিল্পের বিরুদ্ধে অভিযোগও রয়েছে অবৈধ তামাক ব্যবসায়জ ড়িত থাকার। যদিও এটি তার নিজস্ব পণ্যের অবৈধ বিক্রির সুবিধার্থে বিপরীতমুখী বলে মনে হতে পারে, তবে অবৈধ বাণিজ্য আসলে তামাক শিল্পকে উপকৃত করতে পারে—এটি নতুন বাজারে প্রবেশ করার, নতুন ব্যবহারকারীদের আঁকড়ে ধরা এবং সরকারী কর্মকর্তাদের সাথে মিথস্ক্রিয়ার সুযোগ সৃষ্টি করে, যা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোল (ডব্লিউএইচও এফসিটিসি)এর বরখেলাপ।
তামাক কোম্পানি শুধু তামাকজাত দ্রব্য তৈরি, বিপণন ও বিক্রির ব্যবসার মধ্যে সীমাবদ্ধ নয়।
এটা উব্দেগের বিষয় যে, তামাক কোম্পানি ঔষধ অঙ্গনে জায়গা করে নিতে শুরু করেছে। একটি উল্লেখযোগ্য উদাহরণ হল, পি এম আই কর্তৃক সাম্প্রতিককালে অধিগ্রহণকৃত ভেকটুরা নামক একটি মেডিকেল ইনহেলার কোম্পানি, যার উৎপাদিত পণ্য তামাক ব্যবহারজনিত রোগের চিকিৎসায় ব্যবহার করা যেতে পারে। তামাক কোম্পনি প্রতি বছর আশি লাখ মৃত্যুর কারণ হওয়া সত্ত্বেও আয়ে বৈচিত্র্য আনয়ন ও স্বাস্থ্যখাতে অংশীদার হওয়ার সুনাম অর্জনের সুবিধা নিতে এরূপ অধিগ্রহণের প্রয়াস নেয়।
আমরা কিভাবে তামাক কোম্পানিকে থামাতে পারি?
স্ব-নিয়ন্ত্রণ অথবা যে মহামারি সৃষ্টির জন্য দায়ী নিজেরাই, তার জন্য নিরাপদ,নির্ভরযোগ্য সমাধান খুঁজতে তামাক কোম্পানির ওপর ভরসা রাখা যায় না। ইতিহাস সাক্ষ্য দেয় যে, এর কার্যক্রম শেষ পর্যন্ত নিজের আর্থিক অবস্থানকে দৃঢ় করে, যা তাকে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোকে শোষণ করার এবং বিশ্ব জুড়ে নীতি প্রণয়নে প্রভাব খাটানোর ক্ষমতা প্রদান করে।
সরকারকে অবশ্যই এ কোম্পানির বিপক্ষে রুখে দাঁড়াতে হবে। বর্তমানে অনেকেই তা করে, উচ্চ তামাক কর, বিজ্ঞাপন নিষেধাজ্ঞা, বয়স-সম্পর্কিত বিক্রয় বিধিনিষেধ, বাধ্যতামূলক ধূমপান-মুক্ত স্থান, সচিত্র মোড়কজাত সতর্কতা এবং আরও অনেক কিছু দিয়ে তাদের জনসংখ্যাকে রক্ষা করে। কিন্তু সাম্প্রতিক গ্লোবাল টোব্যাকো ইন্ডাস্ট্রি ইন্টারফেরেন্স ইনডেক্স দেখায় যে আরও অনেক কিছু করতে হবে। যে দেশগুলি ডব্লিউএইচও এফসিটিসি-এর পক্ষ, তাদের অবশ্যই বিশ্বব্যাপী স্বাস্থ্য চুক্তির প্রতি তাদের প্রতিশ্রুতি সম্পূর্ণরূপে বাস্তবায়ন এবং সম্মান করতে হবে।
তামাক নিয়ন্ত্রণ ব্যবস্থাকেও বিশ্বজুড়ে সমর্থন ও প্রয়োগ করতে হবে। এই প্রমাণিত পদক্ষেপগুলি তামাকের ব্যবহার কমাতে পারে যা উন্নত জনস্বাস্থ্য এবং আরও উত্পাদনশীল সমাজের দিকে পথ প্রদর্শন করে।
পরিশেষে, তামাক শিল্পের শঠতাপূর্ণ আচরণ অবশ্যই উন্মোচিত করে দিতে হবে। গবেষকদের বিশ্লেষণ, সমর্থকদের অক্লান্ত পরিশ্রম এবং সম্ভাব্য বেআইনি বা অনৈতিক আচরণের অভিযোগকারী হুইসেল ব্লোয়ারদের ধন্যবাদ, শিল্পের অভ্যন্তরীণ কর্মকাণ্ড সম্পর্কে বিশ্বের দৃষ্টিভঙ্গি আগের চেয়ে পরিষ্কার।
উন্মোচন করার জন্য আরও অনেক কিছু আছে। তামাক শিল্পকে জবাবদিহিতার আওতায় রাখা একটি বিশ্বব্যাপী প্রয়াস, এবং প্রতিটি প্রচেষ্টা আমাদের এক ধাপ কাছাকাছি নিয়ে যায়। সাইন আপ করুন স্টপ এর নিউজলেটার সম্পর্কে অবগত থাকতে।